মেদেনীমন্ডলে ফেন্সিডিলসহ ২ যুবদল কর্মী গ্রেফতার

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শুক্রবার রাতে ভারতীয় তৈরী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ২ যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার উত্তর মেদেনীমন্ডল গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিল তাদের গ্রেফতার করে রাত সোয়া ৮ টার দিকে লৌহজং থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নাসির উদ্দিন পলাশ (৩৫) ও জিল্লুর রহমান (৩৪)। ২ জনেরই বাড়ি জেলার শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকসা গ্রামে। তাদের সঙ্গে ১২ বোতল ফেন্সিডিল পায় পুলিশ।

লৌহজং থানার সেকেন্ড অফিসার হজরত আলী ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ২ যুবককে উত্তর মেদেনীমন্ডল গ্রামে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখা যায়।

এতে মানিক মিয়ার দোকানের সামনে ২ যুবককে দাঁড় করিয়ে তাদের শরীর তল্লাসি করে ১২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। প্রত্যেকের শরীরে ৬ বোতল করে ফেন্সিডিল রক্ষিত ছিল।

ধৃত ২ যুবক শ্রীনগর উপজেলা যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন লৌহজং থানার এসআই ফজলুর করীম। তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি রাতে জেলার শ্রীনগরে ধৃত জিল্লুর রহমানের বাড়ি সংলগ্ন খালে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছিল শ্রীনগর থানা পুলিশ।

বিডিলাইভ

Leave a Reply