‘অদৃশ্যমান আল্লাহর অস্তিত্ত্ব বিশ্বাসকারীরা নাস্তিক’ শ্রেণী কক্ষে এ রকম পাঠ দানের কারণে সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী প্রভাষক নির্মল কুমার রায়কে শনিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এর পূর্বে তাকে ক্লাস, কোচিংসহ সকল ধরণের পাঠদান থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুস সাদেক জানান, গত ৮ ই ফেব্রুয়ারি কলেজের একাদশ শ্রেণীতে পাঠদানকালে ‘অদৃশ্যমান আল্লাহর অস্তিত্ত্ব বিশ্বাসকারীরা নাস্তিক, বলে মন্তব্য করেন ইংরেজি শিক্ষক নির্মল কুমার রায়।
এছাড়া, তিনি আল্লাহ রসুলের প্রতি কটুক্তিমূলক বক্তব্য দেন। বিষয়টি পরের দিন ছাত্রছাত্রীরা তাকে অবগত করলে কয়েকজন শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা খুজে পান।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এ নিয়ে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা করে প্রভাষক নির্মল কুমার রায়কে বিদ্যালয়ের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া হয়। এ ব্যাপারে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই শিক্ষকের যথাযথ বিচার চেয়ে প্রায় ২০০ শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ কর্তৃপক্ষের নিকট একটি আবেদন করে। কলেজ কর্তৃপক্ষ আবেদনটি আমলে নিয়ে ম্যানেজিং কমিটির সাথে বিস্তারিত আলোচনা করে শনিবার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় কেন তাকে চাকুরী হতে অব্যাহতি দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবেনা তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে জনাতে বলা হয়েছে।
এদিকে, ঘটনার পর হতে ছাত্রছাত্রীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা ওই শিক্ষককে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। হাতের কাছে পেলেই তারা ওই শিক্ষককে শারীরিকবাবে নাজেহাল করতে পারে বলে একাদশ শ্রেণীর একাধিক শিক্ষার্থীর সাথে আলাপ করে জানা যায়।
একাদশ শ্রেণীর ছাত্র নওসাদ জানান, শিক্ষককের এ রকম বক্তব্যে তারা ভীষন ক্ষুব্ধ। কলেজে কিছু ভাল শেখার জন্য এসেছি। আল্লাহকে কটুক্তি করে পাঠদান কোন মতেই মেনে নেয়া যায়না। তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনছেন। এজন্য তার চরম শাস্তি হওয়া দরকার বলে মনে করেন নওসাদ।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply