গজারিয়ায় যাত্রীবোঝাই বাস খাদে পড়ে আহত ৩৫

সুমিত সরকার সুমন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ মঙ্গলবার অটোরিকশাকে বাঁচাতে গিয়ে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বাস ষ্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম।

তিনি জানান, নিরাপদ পরিবহনের দ্রুত গতির একটি বাস সামনে থাকা অটোরিকশার যাত্রীদের প্রান বাঁচাতে সাইড নিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

এ সময় বাসটির প্রায় ৩৫ জন যাত্রী আহত হয়। বাসটি কুমিল্লা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আহতের মধ্যে অন্তত ১০-১২ জনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। বাকীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা যায়নি। বাস উদ্ধারে সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের সাহায্যে তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply