শুক্রবার বিকেলে গজারিয়া উপজেলা আ‘লীগের উদ্যেগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ২০- দলীয় জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী থেকে ভাটেরচর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে আ‘লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি মো: সোলায়মান দেওয়ান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান, ফিরোজ আহম্মেদ ফরাজী, ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর, সাধারন সম্পাদক সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: রিপন প্রধান, বালুয়াকান্দী ইউনিয়নের যুগ্ন-আহবায়ক মো: আল আমিন প্রধান, উপজেলা সৈনিক লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান প্রমুখ।
গজারিয়া আলোড়ন
Leave a Reply