“ভাষা আন্দোলনে আব্দুল মতিনের ভুমিকা” বিষয়ে আলোচনা সভা

সুমিত সরকার সুমন: শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রাঙ্গনে শুক্রবার সন্ধ্যায় “ভাষা আন্দোলনে আব্দুল মতিনের ভুমিকা”-শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ অনুশীলন কেন্দ্র নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের সদস্য শ.ম কামাল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- অধ্যাপক ড. সফিউদ্দিন আহম্মদ, অধ্যাপক এম এ আজিজ মিয়া, নারায়নগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহসিন শস্ত্রপানি, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, নারায়নগঞ্জ জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য দুলাল সাহা, নারায়নগঞ্জ জেলা বাসদের মন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক আব্দুল খালেক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারন সম্পাদক কাজী দীপু, নারায়নগঞ্জ জেলা গনসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply