ভাষা শহীদের প্রতি শদ্ধা আর শ্রদ্ধা জানানো হলো না তৃতীয় শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারের। ফুল কিনে শহীদ মিনারে যাওয়ার পথে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় চাপা পড়ে জীবন প্রদীপ নিভে যায় ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী লামিয়ার (১০)।
এ ঘটনায় লামিয়ার পরিবার, এলাকাবাসী, স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত লামিয়ার বাবার নাম আমান উল্লাহ। তিন বোনের মধ্যে লামিয়া ছিল মেঝো। সদর উপজেলার ভোলাইলের পশ্চিম গেদুরবাজার এলাকার সফিক মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।
নিহত লামিয়ার খালা শিল্পি বেগম ও প্রতিবেশী মো. হিরা মিয়া জানান, ২১ ফেব্রুয়ারি সকাল আটটায় ঘুম থেকে উঠে শহীদ মিনারে যেতে এবং ফুল কিনতে টাকার জন্য মায়ের কাছে বায়না ধরে শিশু লামিয়া। মা শহীদ মিনারে যেতে নিষেধ করেন। তখন শিশু লামিয়া তার মাকে বলে, “মা এই দিনে শহীদ মিনারে যেতে হয়। কারণ এই দিনে আমাদের চাচা, ভাইয়েরা ভাষার জন্য রক্ত দিয়েছে।
তাছাড়া স্কুলের শিক্ষকরাও স্কুলের শহীদ যেতে বলেছে।” এ কথা শুনে মা লমিয়াকে ফুল কেনার জন্য পাঁচ টাকা দেয়। শিশু লমিয়া তার এক বান্ধবীর কাছ থেকে আরো পাঁচ টাকা ধার নিয়ে ফুল কিনতে যায়। স্কুলের পাশের ফুলের দোকান থেকে ফুল কিনে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়া মারা যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢাকাটাইমস
Leave a Reply