মুন্সীগঞ্জে মসজিদের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সশস্ত্র হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উত্তর পাথরঘাটা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. হাশেম মাঝির সঙ্গে রুহুল আমিন ফকিরের সঙ্গে মসজিদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুকবার বিকালে পাথরঘাটা জামে মসজিদের পাশে রুহুল আমিন ফকিরের লোকজন দা, লাঠি ও লোহার রড দিয়ে হাশেম মাঝির লোকজনের ওপর হামলা করে।
এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। হাশেম মাঝির পক্ষে আহত হয় হাশেম মাঝি (৬০), শাকিল শিকদার (২৩), হেলালউদ্দিন শিকদার (৫২), শাহেরা খাতুন (৪৫), মুরাদ শিকদারসহ (২৬)। অপর পক্ষ আহত হয়েছে রুহুল আমিন, আবু নওশেদ, সেলিম। এ ব্যাপারে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, মসজিদের জায়গা ও কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার নামাজের পর দুই পক্ষ মারপিট করেছে। আমরা আগামী সোমবার বসে এর সুষ্ঠু সমাধান করে দেব।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, শুনেছি মসজিদের জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ব্যাপারে হাশেম মাঝির পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মানবজমিন
Leave a Reply