শ্রীনগরে দ্বিতীয় দফায় বন্দুক যুদ্ধে ১ ছিনতাইকারী নিহত, অস্ত্র উদ্ধার

পুলিশ কনষ্টেবলকে গুলি করে রাইফেল ছিনতাই
আরিফ হোসেন: শ্রীনগরে পুলিশ কনষ্টেবলকে গুলি করে রাইফেল ছিনতাইয়ের ঘটনার দুই ঘন্টার মধ্যে পুলিশি অভিযানে ১ছিনতাইকারী নিহত হয়েছে। এসময় খোয়া যাওয়া রাইফেলসহ দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রৌদ্রপাড়া এলাকায় ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে ফেরার পথে প্রথম দফায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে শ্রীনগর থানার কনষ্টেবল আলামিন (২৫) গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা এসময় পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নেয়। খবর পেয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে ঐ এলাকায় অভিযানে নামে পুলিশ। দুপুর দুইটার দিকে অভিযানের সময় দ্বিতীয় দফায় পুলিশের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী শাহিন ঘটনাস্থলে নিহত হয়।এসময় শাহিনের বাড়ি থেকে পুলিশের খোয়া যাওয়া রাইফেলসহ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সরজমিনে গিয়ে জানাযায়, বেলা এগারটার দিকে রৌদ্রপাড়া এলাকায় ৬/৭ জন ছিনতাইকারী দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তাদের কাছ থেকে মোটরসাইকেল,মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। অভিযোগ পেয়ে দুপুর সাড়ে বারটার দিকে শ্রীনগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে ফেরার পথে তাদের উপর হামলা করে পুলিশের রাইফেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় শ্রীনগর থানার কনষ্টেবল আলামিন গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত শাহিনের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। নিহত শাহিন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। দুদফা গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply