রাজীব হোসেন বাবু: “গ্রিন মুন্সীগঞ্জ, ক্লিন মুন্সীগঞ্জ” শ্লোগানে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। প্রাচীন জনপদ মুন্সীগঞ্জকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহরে পরিনত করতে এই আন্দোলনের ডাক দিয়েছেন সরাসরি জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন সরকারী স্কুল কলেজ, মসজিদসহ গুরুত্বপূর্ন স্থানে প্লাষ্টিকের তৈরী ডাষ্টবিন বিতন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ওয়াহিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র একেএম ইরাদত মানু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: এহসানুল করিম, জেলা সমাজ সেবাকর্মকর্তা, জেলা শিক্ষা অফিসারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজগার্ডেন
Leave a Reply