গজারিয়ার হোসেন্দীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বুধবার দুপুর আনুমানিক ১২টায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। গজারিয়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, নিহতের নাম মোসা: সুমি আক্তার(২০)। সে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মুক্তার হোসেনের মেয়ে।

গত চাঁরমাস আগে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের অদিবাসী সামসু মিঞায় সৌদি প্রবাসী ছেলে মো:আরিফ হোসেন (২৫) সাথে তার বিয়ে হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে নিহতের মামা বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

গজারিয়া নিউজ

Leave a Reply