টঙ্গীবাড়ীতে আইনশৃঙ্খলা ও নাশকতা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

ফিরোজ আলম বিপ্লব: টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্র ভবনে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সুখেন চন্দ্র ব্যার্নাজী, টঙ্গীবাড়ী থানা ওসি আ. মালেক, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, দিঘিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হোসেন হাওলাদার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদল খান, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি ব.ম শামীম প্রমূখ।

উপস্থিত ছিলেন, কামাড়খাড়া ইউপি চেয়ারম্যান আ. জলিল, পাচঁগাও ইউপি চেয়ারম্যান আলি আহমেদ সেখ, সোনারং ইউপি চেয়ারম্যান আ. কাদের মল্লিক, আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম, আউটশাহী ইউপি চেয়ারম্যান সেকান্দর বেপারী, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ আলম বিপ্লব, প্রচার সম্পাদক টিটু চৌধুরী প্রমূখ।

Leave a Reply