ভোলার উদ্দেশ্যে এমভি প্রিন্স অব রাসেল-৩ রওনা দিল

এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চটি প্রায় ১২০০ যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুক্রবার রাত ১২টা ২০মিনিটের দিকে লঞ্চটি আটকে পড়া যাত্রীদের নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটের দিকে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জামাল-৩ লঞ্চটি মুন্সীগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাটের অদূরে পৌঁছালে লঞ্চের ‘তলা ফেটে’ পানি উঠতে শুরু করে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে ধলেশ্বরী নদীতে টহলে থাকা পুলিশ দল এগিয়ে যায়। পুলিশ সদস্যরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে রাত সাড়ে ১০টার দিকে কাঠপট্টি লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীর তীরে নোঙ্গর করতে বাধ্য করে।

মুন্সীগঞ্জ নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ১১ টায় সদরঘাট থেকে বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ আমাদের অবগত করলে রাত সোয়া ১১ টায় লঞ্চটিকে কাঠপট্টি লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীর তীরে নোঙ্গর করা হয় এবং যাত্রী সকলকে নামিয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, লঞ্চটির মালিক পক্ষের সাথে আলোচনা করে সদরঘাট থেকে এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চ এনে যাত্রীদের নিয়ে আবার ভোলার চরফ্যাশনের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শীর্ষ নিউজ

Leave a Reply