পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় নারীর গলিত লাশ উদ্ধার

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার কান্দিপাড়া গ্রাম সংলগ্ন মাঝ নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ পাওয়া যায়।

পুলিশ ধারনা করছে- সম্প্রতি মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে লঞ্চ ডুবিতে নিখোঁজ ছিলেন তিনি। লৌহজং থানার ওসি মো: রেজাউল করীম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রামবাসী খবর দিলে পুলিশ কান্দিপাড়া গ্রামের পদ্মা নদী থেকে নারীর লাশ উদ্ধার করে। লাশটি বেশ কয়েকদিন আগের। লাশে পঁচন ধরে যাওয়া দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৭ টার দিকে অনুমান ৪০ বছর বয়সী ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

বিডিলাইভ

Leave a Reply