নৌকা বোঝাই মিষ্টি কুমড়া নিয়ে কৃষক যাচ্ছেন মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে।
নৌকা বোঝাই মিষ্টি কুমড়া নিয়ে কৃষক যাচ্ছেন মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে।
আড়িয়াল বিল থেকে মিষ্টি কুমড়া এনে রাখা হয়েছে শ্রীনগর বাজারে; সেখান থেকে এগুলো চলে যাবে দেশের বড় বাজারগুলোতে।
আড়িয়াল বিল থেকে মিষ্টি কুমড়া এনে রাখা হয়েছে শ্রীনগর বাজারে; সেখান থেকে এগুলো চলে যাবে দেশের বড় বাজারগুলোতে।
অড়িয়াল বিল থেকে মাথায় মিষ্টি কুমড়া নিয়ে ফিরছেন কৃষকরা। এ বিলে চাষ হওয়া মিষ্টি কুমড়া ৮০-৯০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
বাজারে পাঠানোর জন্য বিল থেকে মিষ্টি কুমড়া এনে রাখা হচ্ছে সড়কের পাশে।
মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে পাকা মিষ্টি কুমড়া।
মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে পাকা মিষ্টি কুমড়া।
অড়িয়াল বিল থেকে মাথায় মিষ্টি কুমড়া নিয়ে ফিরছেন এক কৃষক।
গুণ টেনে কুমড়া বোঝাই নৌকা নিয়ে যাওয়া হচ্ছে বাজারে।
গুণ টানার বিরতিতে খাওয়া সেরে নিচ্ছেন শ্রমিকরা।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ
Like this:
Like Loading...
Related
Leave a Reply