কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি বলেছেন, যারা অগ্নিদগ্ধ করে মানুষ পুড়িয়ে মারে, বই পুড়িয়ে দেয়, কোমলমতী শিশুদের পরীক্ষা বন্ধ করে, হরতাল করে বই বিতরণে বাধা দেয় তদের সঙ্গে কোন ধরনের সংলাপ হতে পারে না।
তিনি দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরায় আনন্দ বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। মোঃ হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মাহবুবা বিলকিস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মমিনুর রহমান প্রমুখ।
জনকন্ঠ
Leave a Reply