জেলা পরিষদ শিক্ষার উন্নয়নে কাজ করছে – আলহাজ্ব মহিউদ্দিন

মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন বলেছেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মুন্সীগঞ্জ সদরের এ ভি জি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও শহীদ মিনার উদ্ভোবনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমান (যুগ্নসচিব) বলেন তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দক্ষ জন শক্তি গড়ে তুলতে মুন্সীগঞ্জ জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বেকার দুঃস্থ অদক্ষ লোকজনকে কম্পিউটার শিক্ষাদানের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তুলে মুন্সীগঞ্জকে বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে।

এ লক্ষে জেলা পরিষদে চালু করা হয়েছে উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষার উন্নায়নে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি মতিউল ইসলাম হিরু, বীর মুক্তি যোদ্ধা জামাল হোসেন, জাহাঙ্গীর সরকার মন্টু ক্যাব সভাপতি, প্রধান শিক্ষক র‌্যাধেশ্যাম মজুমদার প্রমুখ।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply