বকেয়া বেতনের দাবীতে গজারিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার দুপুর ১১ টা থেকে ১২টা ২০ পর্যন্ত গজারিয়া উপজেলার চরবাউশিয়ার ইন্দো-জে,এস,এ ম্যাচ ইন্ডাঃ তে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করে। প্রধান ফটকে আন্দোলনরত শ্রমিকরা এক পর্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের এস আই মোঃ আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সাথে সাথে আমরা এসে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে শরিয়ে নিয়েগেলে যানচলাচল স্বাভিক হয়ে যায়। প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ইন্দো-জে,এস,এ ম্যাচ ইন্ডাঃ প্রায় দুইশতাধীক শ্রমিকের মাসিক বেতন নতুন বছরের শুরু থেকে বকেয়া।

শ্রমিকদের অভিযোগ, হরতাল অবরোধে তারা বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। গজারিয়া থানার পুলিশ এস আই মিন্টু মোল্লা জানান ঘটনা স্থলে পৌছে মিল ব্যবস্থাপকদের সাথে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে কাজে যোগ দেন। মিল ব্যবস্থাপক মোঃ আপেল মাহমুদ ফোনে আমাদের জানান, শ্রমিকদের বিক্ষোভ অবরোধের যুক্তি আছে যদি সময় মতো বেতন না পায় তারা চলে কিভাবে? তিনি আর বলেন আমাদের কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা দুপুরে বিক্ষোভ প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে।

গজারিয়া আলোড়ন

Leave a Reply