মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (০৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, কুমিল্লার গৌরীপুর থেকে ছেড়ে আসা হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে ভবেরচর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় তিশা পরিবহনের একটি বাস ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে দুই বাসের ১০ যাত্রী আহত হন।
এ সময় ভবেরচর এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে, রেকারের সাহায্যে বাস দু’টি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান সার্জেন্ট।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply