শিশু রুহানা অপহরণ : দশ লাখ টাকা মুক্তিপণ দাবী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকা থেকে শিশু অপহরণ ও তাকে ফিরে পেতে দশ লাখ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও অপহরণের শিকার শিশুটির পারিবারিক সুত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো: রোকন প্রধানের তিন বছর বয়সী মেয়ে রুহানা আক্তার রিমা মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের মসজিদের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে অপহরণকারী দলের এক সদস্য মুঠোফোনে রুহানার পরিবারকে জানায় মেয়েকে ফেরত পেতে দশ লাখ টাকা দিতে হবে এবং টাকাসহ ঢাকার যাত্রাবাড়ি এলাকায় যোগাযোগ করতে বলে।

রুহানার মা লিজা আক্তার বলেন যে কোন মূল্যে মেয়েকে ফেরত পেতে চান। এরই মধ্যে অপহরণকারী চক্রের সাথে তাদের আট লাখ টাকায় রফা হয়েছে।

গজারিয়া থানার ওসি মো: ফেরদৌস হোসেন শিশু অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুহানাকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা গজারিয়া থানার ওসি(তদন্ত) বিকেল পাঁচটায় মুঠোফোনে জানান, আমরা মুঠোফোন নম্বর ট্রেকিংয়ের মাধ্যেমে অপহরণকারীদে অবস্থান জানার চেষ্টা করছি।

গজারিয়া আলোড়ন

Leave a Reply