মোঃ হোসনে হাসানুল কবিরঃ আজ রোববার সকাল ৯টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে মহিলা পরিষদ, ব্র্যাক ও জেলা পরিষদ এর ব্যানারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী’র আয়োজন করা হয়। র্যালিতে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং নানা পেশার মানুষ অংশগ্রহন করেন।
র্যালি শেষে নারী দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক জনাব সাইফুল হাসান বাদল। তিনি এসময় বলেন, নারীরা পুরুষের চেয়ে নারীর কাছেই বেশি নির্যাতনের শিকার হয়। নারীরা যখন কারো বউ তখন সে তার শাশুরী’র কাছে নির্যাতিত হয়, নারীরা যখন কারো ভাবী তখন সে তার ননদ এর কাছে নির্যাতিত হয়, নারীরা যখন কারো স্ত্রী তখন সে তার স্বামী’র কাছেও নির্যাতিত হয়। মূলকথা হচ্ছে নারীরা যখন কারো অধিনস্থ হয় তখনই সে নির্যাতিত হয়। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পদনিস্থরা নারী। তাদের উচিৎ সবসময়ই নারীর ক্ষমতায়নে সঠিক ভূমিকা রাখা। এসময় তিনি আরও বলেন, একটি দূর্ঘটনা যেমন একটি পরিবারের কান্না তেমনি একটি বাল্য বিবাহ একটি সমাজের কান্না।
মহিলা পরিষদ, ব্র্যাক ও জেলা পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন, মুন্সিগঞ্জ। ও মেজর মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ প্রেঃ প্রঃ ডঃ ইয়াজউদ্দিন আহমেদ রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজ।
এছাড়া আরও বক্তব্য রেখেছেন- উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কাদের মোল্লা, দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জল, টিআইবি’র সদস্য আলী আকবর রিপন, বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলার সাধারন সম্পাদিকা এডঃ নাসিমা আক্তার, মুন্সিগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, জাতীয় মহিলা সংস্থা মুন্সিগঞ্জ শাখার চেয়ারম্যান ফরিদা আহমেদ রুনি, ব্র্যাকের জেলা প্রতিনিধি তানবীরুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার আলেয়া ফেরদৈাসি।
উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কাদের মোল্লা বলেন, ‘যে সরকার ক্ষমতায় থাকলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়, যে সরকার ক্ষমতায় থাকলে নারীর বিরুদ্ধে বৈষম্য দূর হয়, যে প্রশাসক এর কারনে নারীদের কথা বলার ক্ষেত্র তৈরি হয় আমি বারবার সেই সরকার চাই’ তিনি এসময় আরও বলেন- ‘আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী জন্ম নেয়াই পাপ ছিলো তখন আমাদের নবী হযরত মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠা করে আমাদের অনুপ্রানিত করে গেছেন’।
প্রেঃ প্রঃ ডঃ ইয়াজউদ্দিন আহমেদ রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মেজর মোঃ রেজাউল করিম গবেষনা প্রতিষ্ঠান টিআইবি’র একটি নারী বিষয়ক গবেষনা উদ্বৃত করে বলেন, কর্মক্ষেত্রে নারীরা বেশি বিশ্বস্ত ও কম দূর্নীতিগ্রস্থ। এজন্যে তাদের গ্রহনযোগ্যতাও বেশি।
সিভিল সার্জন মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার জীবনের যা কিছু ভালো তা আমি শিখেছি নারীর কাছ থেকেই। আমাদের গার্মেন্টস সেক্টরেও নারীর অবদান বেশি। যার প্রভাব আমাদের সামগ্রিক অর্থনীতিও ব্যাপকভাবে ভূমিকা রাখছে। আর যার ফলে বৈশ্বিক মানবিকসূচকে আমরা ভারতের চেয়ে এগিয়ে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply