সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসব

শেখ মো. রতন: মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কলেজে চলে এ উৎসব। কবিতা, ছড়া, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মতিউর রহমান গাজ্জালী, প্রভাষক শিরিন আক্তার, রাফিয়া আক্তার, শান্তা ইসলাম, শিলা খাতুন, জান্নাতুল ফেরদৌস, মৌসুমী জাহান, শারমিন আক্তার, আমির হোসেন, ফয়জুস সালেহীন, মো. রুহুল আমিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল প্রমুখ।

রাইজিংবিডি

Leave a Reply