স্কুল ছাত্রী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মধ্যে বাল্য বিয়ে সম্পন্ন !

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আজ বৃহস্পতিবার দুপুরে ৩৫ বছর বয়সী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ১৬ বছরের স্কুল ছাত্রীর মধ্যে বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। দুপুর দেড়টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় স্কুল শিক্ষক ও ছাত্রীর মধ্যে এ বাল্য বিয়ে সম্পন্ন হয়।

ইউএনও রওনক আফরোজা সোমা জানান, বর সেন্টু মিয়া (৩৫) বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বয়রাগাদি ইউনিয়নের পাউলদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

কনে জান্নাত আক্তার (১৬) কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। সে কুচিয়ামোড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের মেয়ে। পারিবারিক ভাবে এ বাল্য বিয়ে সম্পন্ন হয়।

আজ বিকেল পৌনে ৪ টার দিকে মোবাইল ফোনে কথা হলে ইউএনও রওনক আফরোজা সোমা দাবী করেন- উপজেলা প্রশাসন ও পুলিশ বিয়ে সম্পন্ন হওয়ার পর ঘটনা জানতে পেরেছে। তাই বিয়ে ঠেকানো যায়নি।

Leave a Reply