অগ্নিদগ্ধ হয়ে টঙ্গিবাড়ীতে রাজিয়া বেগম (১০৫) নামে বৃদ্ধার মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে রাজিয়া বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিতিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিতারা গ্রামের রহিম মাস্টারের ঘর হতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী রশিদ মাঝি, মালেক মাঝি ও করিম মাঝির বসতঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় টিন ও কাঠ দিয়ে নির্মিত পাঁচটি ঘর, ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

অগ্নিকাণ্ডের সময় রহিম মাস্টারের মা রাজিয়া নিজ ঘরে শুয়ে ছিলেন। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি।

এদিকে, আগুনের খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সরু রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। এর আগে, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

টঙ্গিবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) পরিমল বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply