ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি বাস উল্টে ১ জন নিহত ও ২২ যাত্রী আহত হয়েছে। এসময় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতাল নেয়ার পথে পথচারি ১ জন নিহত হয়েছে। নিহতের নাম জগদিস(৫৫)। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
আজ সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।তবে তাৎক্ষনিক বাকি আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট মো:সাইফুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস আজ সোমবার রাত ৮টার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে একটি মটরসাইকেল এর সঙ্গে দুর্ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় চালক যাত্রীবাহি বাসটি সরানোর চেষ্টাকালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা ২২ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে।
বিডিলাইভ
Leave a Reply