লঞ্চের শিকল ছিঁড়ে সদরঘাটে টঙ্গীবাড়ির ফল বিক্রেতার মৃত্যু

রাজধানীর সদরঘাটে লঞ্চ ছাড়ার সময় পন্টুনের মট থেকে শিকল ছিঁড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মোহাম্মদ সুমন (৩৫) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক অজ্ঞাত যুবক (২০) আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার রানীগাঁও গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী অপর এক ফল বিক্রেতা ইউসুফ হাওলাদার জানায়, তারা ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। পন্টুনের উপর ফল বিক্রি করে থাকে। সন্ধ্যার দিকে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা সদরঘাট পর্যবেক্ষণে গেলে ফল বিক্রেতারা ভয়ে লঞ্চে আশ্রয় নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পন্টুন থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাদের মিটফোর্ড হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সুমনের মৃত্যু হয়। অপর অজ্ঞাত যুবক চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দ্য রিপোর্ট

Leave a Reply