অপহৃত চতুর্থ শ্রেণির ছাত্র মহসিন মুন্সীকে (১০) বৃহস্পতিবার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। সে শরীয়তপুরে জাজিরা উপজেলায় পশ্চিম নাওডুবা গ্রামের কান্দির সিকদার মুন্সীর ছেলে। লৌহজং থানার এএসআই আবুল কালাম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মার ওপার থেকে একটি লঞ্চ মাওয়া ঘাটে আসে। এ সময় লঞ্চে মহসিন নামে ওই শিশুটি কান্নাকাটি করছিল। তার কান্না শুনে ঘাটে ডিউটিরত মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কালাম এগিয়ে গেলে কিছু বোঝার আগেই ২ জন অপহরণকারী পালিয়ে যায়।
অপহৃত মহসিন জানায়, সকালে তার গ্রামে মজিদকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ২ জন লোক তাকে লঞ্চে তুলে আনে। কিন্তু লঞ্চে উঠে তার বাড়ির কথা মনে হলে সে কান্নাকাটি শুরু করে। পরে শিমুলিয়া ঘাটে পুলিশ তাকে উদ্ধার করে। এএসআই আবুল কালাম আরো জানান, শিশুটিকে উদ্ধারের পর তার বাবা-মাকে খবর দিয়ে এনে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply