নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা ও আড়াই ভড়ি স্বণালংকার লুট
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিন লস্করপুর গ্রামে সৌদি প্রবাসী আয়নাল মোল্লা (৫৫) ও ইদ্রিস শেখ (৫০)-এর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতারা প্রায় আড়াই লাখ নগদ টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে পারিয়ে যায়।
ডাকাতির শিকার ইদ্রিস শেখ জানান, শনিবার গভীর রাতে ১৪-১৫ জনের একটি ডাকাতদল লস্করপুর গ্রামে তার বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা তার পুত্র পুত্র মামুন শেখ(২৭)-কে মারধর করে ঘর হতে দুই ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও দুটি মোবাইল সেট নিয়ে যায়।
পরে পাশের বাড়ির সৌদি প্রবাসী আয়নাল শেখের বাড়ির ঘরের কেচি গেটে ভেঙে ঘরে প্রবেশ করে একই কায়দায় বাড়ির সবাইকে জিম্মি করে আয়নাল শেখের ছেলে শামীম(২৮)-কে মারধর করে তার নিকট হতে ১০ হাজার, তার স্ত্রীর নিকট থেকে ১৫ হাজার ও তার মায়ের নিকট থেকে ২ লাখ ১০ হাজার নগদ টাকাসহ সর্বমোট ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে ডাকাতির শিকার পরিবার দুটি। শ্রীনগর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মো.জহির জানান, এ রকম কোন ঘটনা তারা অবগত নয়।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply