হরগঙ্গা কলেজ :পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবীতে মিছিল

সুমিত সরকার সুমন: আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবীতে আজ রোববার মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অফিস ও শিক্ষকদের কক্ষ ভাংচুর করেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

বেলা ১২ টার কলেজের মানবিক শাখার কয়েক’শ শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি অনার্স ভবন প্রদক্ষিন করে অফিস কক্ষের সামনে এসে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা শিক্ষকদের কক্ষের দরজা-জানালা ও অফিস কক্ষের কম্পিউটার ভাংচুর করে। কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু আহম্মদ আহসান কবীর মিছিল ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষায় সরকারি হরগঙ্গা কলেজের মানবিক শাখার ৬’শ শিক্ষার্থীর আসন ফেলা হয়েছে শহর থেকে ৫ কিলোমিটার দুরে রামপাল কলেজে।

রামপাল কলেজের ওই পরীক্ষা কেন্দ্রটি পরিবর্তনের দাবীতে সরকারি হরগঙ্গা কলেজের মানবিক শাখার বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মিছিল শেষে কলেজের শিক্ষক ও অফিস কক্ষে ভাংচুর করে।

বিডিলাইভ

Leave a Reply