মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দেলোয়ার হোসেন (৩২) নামের এক আওয়ামী লীগ কর্মী নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও তার সন্ধান মেলেনি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান বাজার এলাকা থেকে নিখোঁজ হয় দেলোয়ার হোসেন।
সিরাজদিখান থানর সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার হোসেন নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি রুজুর পর নিখোঁজ ওই আওয়ামী লীগ কর্মীক উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মালখানগরের স্বপন খানসহ তার লোকজন দেলোয়ার হোসেনকে অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাই পুলিশ অভিযুক্ত স্বপন খানকে জিজ্ঞাসাবাদ করেছে।
শীর্ষ নিউজ
Leave a Reply