আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স’র জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অবজারভার নির্বাচিত হয়েছেন মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সংগঠনটির মুন্সিগঞ্জ ক্লাবের সভাপতি উজ্জ্বলের হাতে এই পদক তুলে দেন ও হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন।
দিনাজপুরের গ্রিন ভিউ কনভেনসন সেন্টারে সংগঠনটির জাতীয় সম্মেলনে ২০১৪ বর্ষের জাতীয় সভাপতি মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ২০১৫ বর্ষের জাতীয় সভাপতি সৈয়দ নুরুর রহমান, আইপিপি সালাউদ্দিন মাহমুদ, সংগঠনটির সাবেক আন্তর্জাতিক ও জাতীয় সভাপতি লাইভ গভর্নর এম কুতুবুদৌল্লাহ, সাবেক জাতীয় সভাপতি লাইভ গভর্নর আনিছুজ্জামান সাথিল, সাবেক জাতীয় সভাপতি অভিজিৎ দাস ববি, সাবেক জাতীয় সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় সচিব আব্দুল মতিন শিকদার প্রমুখ। তিন সদস্যের জুড়ি বোর্ড এই শ্রেষ্ঠ পর্যবেক্ষক নির্বাচন করেন।
সংবাদ প্রতিদিন
Leave a Reply