সামসুদ্দিন প্রধান হত্যার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে

আলহাজ্ব মহিউদ্দিন
মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক, বঙ্গবন্ধুর সহচর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন বলেছেন, গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন প্রধানের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে। এই হত্যা মামলা নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে সোমবার বিকালে ইউপি সামসুদ্দিন হত্যার এক বছর পূতি উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি তিনি একথা বলেন সামসুদ্দিন ছিলেন জন মানুষের নেতা তাকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। আপনারা বিশ্বাস রাখুন আমি আপনাদের পাশে আছি।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সস্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: আমিরুল ইসলাম, মুক্তি যোদ্ধা মো: রফিক বীর প্রতিক, এসময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সামসুদ্দিন প্রধান এর স্ত্রী বালুয়াকান্দির ইউপি চেয়ারম্যান মর্জিনা বেগম, বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আল আমিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply