গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যানকে শুক্রবার সংবর্ধনা দিলেন ইউনিয়নবাসী সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাউন্ডেশন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী খোকনকে গজারিয়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেন। শুক্রবার বিকেলে গুয়াগাছিয়া গ্রামের মেঘনা নদীর তীরে সভা করে গুয়াগাছিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে শ্রেষ্ঠ চেয়ারম্যান তাদের আপণজন খোকন চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মো: কামরুল হোসেন চৌধুরী ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী মো: রেফায়েতউল্লাহ খান। ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ তাদের প্রিয় নেতা চেয়ারম্যান খোকন চৌধুরীর সংবর্ধনায় অংশ গ্রহন করেন। ইউনিয়নের নদী বিচ্ছিন্ন বিভিন্ন গ্রাম থেকে লঞ্চ ও ট্রলারযোগে অনুষ্ঠানে যোগ দেয় শত শত মানুষ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আমানউল্লাহ মাষ্টার, আরো বক্তব্য রাখেন, হাজী শাহজাহান সরকার, ইব্রাহিম শেখ, টিপু মাষ্টার ,মুক্তিযোদ্ধা আ: সাত্তার ঢালী ও সাংবাদিক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
গজারিয়া আলোড়ন
Leave a Reply