কমল কর্মকার: ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমাদের দেশ হঠাৎ কোনো দৈববলে স্বাধীন হয়ে যায়নি। এর পেছনে রয়েছে বাংলার অনেক বঞ্চনার ইতিহাস। এই ইতিহাস শোষণের ইতিহাস, বঞ্চনা আর দাসত্বের ইতিহাস। এই দাসত্বের শেকল ছেঁড়ার প্রথম ডাক আমাদের স্বাধীনতার ঘোষণা। আর এ ঘোষণা প্রথম এসেছিল ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে। এ ঘোষণা ছিল তখন সমগ্র বাঙালি জাতির হৃদয়-চিরে বেরিয়ে আসা প্রাণের দাবি।
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম পাকিস্তানের জন্মের পর থেকেই তিল তিল করে দানা বাঁধতে থাকে। আর এই প্রক্রিয়া ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু হয়। এর কারণ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অবিশ্বাস আর শোষণমূলক আচরণ।
পাকিস্তানিরা ভাবল, একটা জাতিকে নির্মূল করতে হলে প্রথম আঘাত হানতে হবে ভাষা ও সংস্কৃতির ওপর। কারণ সংস্কৃতিহীন কোনো জাতিই মাথা তুলে দাঁড়াতে পারে না, কোমরভাঙা অথর্ব জাতিতে পরিণত হয়। তখন সেই জাতিকে অর্থনৈতিক শোষণ করা জলবৎ তরলং। তারই প্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানিরা তাদের দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড শুরু করে। তার প্রথম দৃষ্টান্ত স্থাপন করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনিই প্রথম ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অথচ পাকিস্তানের বেশিরভাগ নাগরিকের ভাষা ছিল বাংলা। তখন দুই পাকিস্তান মিলে বাংলাভাষী ছিল ৫৬ শতাংশ আর উর্দুভাষী জনসংখ্যার মাত্র ৮ শতাংশ।
তার পরও বাঙালিদের দাবি ছিল সামান্য। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদার দাবি করেছিল বাঙালিরা। কিন্তু পাকিস্তানিদের উদ্দেশ্য তো ভিন্ন। তারা বাঙালিদের এ ন্যায্য দাবি মানবে কেন! শোষণ চালাতে হবে যে! তাই নিরীহ বাঙালিদের কোনো দাবিই তারা গ্রাহ্য করে না।
এতে বাঙালির স্বপ্নের ‘ধর্মভ্রাতা’ আর ‘ধর্মরাষ্ট্রের’ সুখস্বপ্ন হাওয়ায় মিলিয়ে যায়। নিরীহ বাঙালি পরিণত হয় সংগ্রামী জাতিতে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য এই আন্দোলন তীব্র রূপ নেয়।
এদিন পুলিশের গুলিতে প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে। পাকিস্তানের শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত ১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।
ধর্মের দোহাই দিয়ে বিশাল দূরত্বের দুটি ভূখণ্ড নিয়ে পাকিস্তান নামের এক কিম্ভূত রাষ্ট্রের সৃষ্টি করলেও বাঙালিদের তারা কখনোই মনেপ্রাণে ভাই হিসেবে মেনে নিতে পারেনি। তার ভূরি ভূরি প্রমাণ রয়েছে। এর দু-একটি উদাহরণ- পাকিস্তানের সামরিক বাহিনীতে মাত্র ৫ শতাংশ ছিল বাঙালি অফিসার । আর ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রাখা হয়।
তখনকার দিনে বিশ্বব্যাপী পূর্ব পাকিস্তানের পাটের বিপুল চাহিদা ছিল। পাট ছিল বাংলার সোনালি আঁশ। এ পাট বিক্রির বৈদেশিক মুদ্রা থেকে বাঙালিদের বঞ্চিত করে পশ্চিম পাকিস্তানে শিল্প-কারখানা গড়ে তোলা হয়। বাংলাদেশে কোনো ভবন নির্মাণও করত না পাকিস্তানিরা। এর সবচেয়ে মজার দৃষ্টান্ত হলো পশ্চিম পাকিস্তানে পাট গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়। অথচ পাট ফলত পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে নয়।
জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তান পাকিস্তানের বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে। ১৯৫৪ সালে নির্বাচনে বাঙালিদের রাজনৈতিক জোট যুক্তফ্রণ্ট জয়লাভ করে। সেই জোট সরকারকেও ষড়যন্ত্র করে ভেঙে দেয় পাকিস্তানিরা।
পাকিস্তানিরা বাঙালিদের মানুষ হিসেবেই গণ্য করত না। ১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলার উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৩ লাখ থেকে ৫ লাখ মানুষ প্রাণ হারায়। কিন্তু পাকিস্তানি সরকার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরেও জরুরি ত্রাণকার্য পরিচালনা করেনি। ঘূর্ণিঝড়ের পরে যারা বেঁচে ছিলেন তারা মারা যান খাবার আর পানির অভাবে। ওই ঝড়ে বিপর্যস্ত মানুষের প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের জনগণ হতবাক হয়ে যায়।
এসব অন্যায়ের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগ প্রতিবাদ করতে থাকে। নানা ঘটনার পরে ১৯৭০ সালে অনুষ্ঠিত হয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে জয়লাভ করে এবং ৩১৩ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়। সরকার গঠনের অধিকার পায় আওয়ামী লীগ।
কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না। সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাঁর আহ্বানে পূর্ব পাকিস্তান কার্যত অচল হয়ে পড়ে।
১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। ঐতিহাসিক এ ভাষণে তিনি ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তার এই ভাষণ গোটা জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় মাতাল করে তোলে।
সারা দেশ যখন ক্ষোভে উত্তাল, তখন ইয়াহিয়া খান ঢাকায় এসে শেখ মুজিবের সঙ্গে আলোচনার নামে কালক্ষেপণ করতে থাকেন। একই সঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর পূর্বপ্রস্তুতি নিতে থাকে। বেলুচিস্তানের কসাই হিসেবে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়।
২৫ মার্চ রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানি সামরিক বাহিনীকে বাঙালিদের নির্বিচারে হত্যার সবুজ সংকেত দিয়ে সন্ধ্যায় গোপনে পশ্চিম পাকিস্তানে চলে যান। তার পরিকল্পনামতোই ২৫ মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা গভীর রাতে পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করে। পাকিস্তানি সৈন্যরা ছাত্র ও বুদ্ধিজীবীদের হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র হিন্দু আবাসিক জগন্নাথ হল পুরোপুরি ধ্বংস করে দেয়। বাঙালি পুলিশদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করে তারা।
এ অবস্থায় অনেক স্থানে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। এ সময় বাঙালি সৈনিকরাও স্বাধীনতাযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন।
এ দিন মধ্যরাতে বঙ্গবন্ধু পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে রাত ১২টার পর (অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যা চট্টগ্রামে অবস্থিত তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়।
ঘোষণাটির অনুবাদটি ছিল এমন : ‘এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।’
১৯৭১ সালে বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬ মার্চ ১৯৭১ সালে বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দ্বীপ, আব্দুল্লাহ আল ফারুক, কবি আব্দুস সালামসহ আরো কয়েকজন মিলে প্রথম কালুরঘাটের বেতার স্টেশনে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার’ নামে বেতারকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেদিনই বঙ্গবন্ধুর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের একটি লিফলেট বেলাল মোহাম্মদের হাতে এসে পৌঁছায়।
২৬ মার্চ দুপুরবেলা এম এ হান্নান এবং রেডিওর কয়েকজন এই লিফলেট নিয়ে আসেন। ২৬ মার্চ সন্ধ্যায় মেজর জিয়াউর রহমান কালুরঘাটে পৌঁছান। বেলাল মোহাম্মদ রেডিওতে বক্তব্যের জন্য বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেন, যা মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সেই দিন তা পাঠ করেন : ‘আই মেজর জিয়া…অন বিহ্যাভ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…’
অনেকেই স্বাধীনতার এই ইতিহাসকে গোষ্ঠীস্বার্থে বিকৃতভাবে প্রচার করে থাকেন। এটা জাতির ইতিহাস গঠনে বড় একটি বাধা। এভাবে তরুণ প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়।
সব দলের চেতনায় জ্বলুক স্বাধীনতার পবিত্র আলোকশিখা
ছাব্বিশে মার্চের ঘোষণা নিয়ে বিএনপি খুব গলা উঁচু করে প্রচার করে, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। দলটি এমনভাবে প্রচারণা চালায়, যেন জিয়াউর রহমানের হঠাৎ ঘোষণায় বাঙালি জাতি মুক্তিযোদ্ধায় পরিণত হয়, তারপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তারপর দেশ স্বাধীন হয়ে যায়। স্টার মুভিজের গল্পের মতো। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বিদেশে বসে ইতিহাসের নতুন নতুন তথ্য আবিষ্কার করেন। এ সবই ইতিহাসে ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা।
আমার কথা হলো, যে দলটি স্বাধীনতার ঘোষণা নিয় এত বড়াই করে তাদের কর্মকাণ্ডে তার ছাপ কোথায়? তারা স্বাধীনতার চেতনাকে কীভাবে ধারণ করে। সেই দলে যোগ্য পাত্র কোথায়, যেখানে আমাদের মহান স্বাধীনতাকে ধারণ করা যাবে? তাদের কর্মকাণ্ডে স্বাধীনতার চেতনার কোনো ছাপ আছে কি কোথাও?
এ দেশে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার উল্টোস্রোতে চলেছে দেশ। বিএনপি-জাতীয় পার্টি শাসন করেছে দেশকে। রাজাকার যুদ্ধাপরাধীরা প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী হয়েছে বিএনপির আনুকূল্যে। যুদ্ধাপরাধীদের দেওয়া হয়েছে স্বাধীনতার পদক। মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধানের মূলনীতি অসাংবিধানিক পন্থায় মুছে ফেলা হয়েছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে চলার নীতিতে এখনো অটল বিএনপি। এ বছর খালেদা জিয়া একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধেও যাবেন না বলে জানা গেছে। স্বাধীনতার মাসেও স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরকে নিয়ে আন্দোলনের নামে জঙ্গি কায়দায় নাশকতা চালিয়ে যাচ্ছে তারা। মহান স্বাধীনতার মাসেও স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীদের আগুনে পুড়ে মরছে নিরীহ খেটে খাওয়া বাঙালি। তাদের কর্মকাণ্ডে স্বাধীনতার চেতনাবিরোধী রূপটিই তো বেশি প্রকট হয়ে ওঠে। তাহলে দলটি কীসের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণা নিয়ে গর্ব করে?
বিএনপি একটি বড় দল। দলটি মূলত আওয়ামী লীগবিরোধী একটি সংঘবদ্ধ গোষ্ঠী। আওয়ামী লীগের বিরোধিতা করার অধিকার অবশ্যই রয়েছে এই দলটির। কিন্তু তারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যেন বারবার স্বাধীনতারই বিরোধিতা করে যাচ্ছে। এই দলে স্বাধীনতার পক্ষেরও অনেক কর্মী-সমর্থক আছেন। একটা দলের নীতি-আদর্শ তার কর্মী সমর্থকদের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে। বিএনপি যদি স্বাধীনতার চেতনাবিরোধী আদর্শে অবিচল থাকে, তাহলে তো সেটা এ দলের কর্মী-সমর্থকদের ওপর প্রভাব ফেলবে।
যে আদর্শের বীজমন্ত্রে আমাদের দেশের জন্ম, সেই আদর্শ ধারণ করেই রাজনীতি করতে হবে সবগুলো দলকে। তাই বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই স্বাধীনতার পবিত্র আলোকশিখাটি বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। এর কোনো বিকল্প নেই।
লেখক : কবি ও সাংবাদিক।
রাইজিংবিডি
Leave a Reply