সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার মালিঅংক নওপাড়া সড়কের আটিগাওঁ ব্রীজে সামনে পুলিশের পরিচয়ে ছিনতাই করে নেয় নগদ ৮ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট। জানাযায়, লৌহজং থেকে একটি বেবিটেক্সি করে মাছ কিনার জন্য দুই জেলে নওপাড়া বাজারে যাওয়ার পথে আটিগাঁও ব্রিজের কাছে বেবিটেক্সীকে দাড়াতে বলে একটি মোটর বাইকে থাকা দুজন পুলিশ। বেবিটেক্সীটি থামালে পুলিশের ড্রেস পরা দুজন বেবিটেক্সিটির সামনে এসে জেলে নিতাই দাস(৪৮) অপু দাস(২৭) তাদের কাছে মাদক রয়েছে বলে চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশি করে মারধর করে জেলে দুজনের কাছ থেকে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট এবং ড্রাইভারের কাছ থেকে আরো পাচঁশ টাকা ও একটি মোবাইল সেট কেড়ে নিয়ে তাদেরকে উপজেলায় আসতে বলে তারা দুজন মোটর বাইক নিয়ে সটকে পড়ে।
জেলেরা বেবিটেক্সী নিয়ে উপজেলায় এসে কাউকে দেখতে না পেয়ে বিষয়টি এলাকার দ্এুকজন কে অবহিত করে। লৌহজং থানার ওসি মোঃ রিয়াজুল হক জানান, বিষয়টি আমি তদন্ত করে দেখছি তবে লৌহজং থানার পুলিশ কোন ভাবেই এ কাজ করবে না। তবে ছিনতাইয়ে কবলে পরা জেলে দুজন জানান, এরা এই থানার কোন পরিচিত পুলিশ নয় বলে তারা নিশ্চিত হয়েছেন।
বাংলাপোষ্ট
Leave a Reply