পদ্মার চরে শতাধিক যাত্রী নিয়ে ফেরি আটকা

কালবৈশাখী ঝড়ে প্রচণ্ড ঢেউ ও অন্ধকারে দিক হারিয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে শতাধিক যাত্রী নিয়ে টাপলু নামে ১টি ফেরি পদ্মার চরে আটকা পড়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরিটি আটকা পড়ে।

নিজ চেষ্টায় ফেরি টাপলু ঘাটে ভিড়তে না পারলে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ আইটি পাঠানো হবে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির ঘাট সুপার আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই রুটে চলাচলকারী ১৭টির মধ্যে রো রোসহ ১০টি ফেরি রাত ৯টা থেকে চালু করা হয়েছে। বাকি ৭টি ফেরির মধ্যে টাপলু চরে আটকা পড়েছে। আর বাকি ৬টি ফ্লাট ফেরি বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখ রায় জানান, সন্ধ্যা ৭টার দিকে ঝড় শুরু হওয়ায় প্রচণ্ড ঢেউয়ের কারণে নদীর গতিপথ অস্পষ্ট হয়ে ওঠে। এজন্য তখন সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাত ৯টার দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply