মাহি বি চৌধুরী ব্যাংকের কাছে ঋণগ্রস্ত

নির্বাচন কমিশনে তাদের জমা দেওয়া হলফনামা থেকে জানা গেছে, মাহি বি চৌধুরী ব্যাংকের কাছে ঋণগ্রস্ত। ঢাকার ‘তরুণদের পক্ষ’ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক বিকল্পধারার এই নেতা। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন। তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা ছিল না। পেশা হিসেবে তিনি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছেন।

মাহি বি চৌধুরী কে সি মোমোরিয়াল ক্লিনিক ও এন্টারটেইন্টমেন্ট রিপাবলিক নামে একটি প্রোডাকশন হাউজের স্বত্তাধিকারী। বছরে তার ব্যবসা থেকে ৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা আয় হয়।

অস্থাবর সম্পদের মধ্যে তার কাছে নগদ ১ লাখ টাকা, ব্যাংকে ১ লাখ টাকা, ৫০ হাজার টাকার শেয়ার, ১৯ লাখ ৩০ হাজার টাকার মূল্যমানের নিশান জিপ ও ১ লাখ টাকার মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে সাভারে ৩১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যমানের অকৃষি জমি রয়েছে। ব্যাংকে তার ২৮ লাখ ৮৫ হাজার টাকার ঋণ রয়েছে।

আগামী ২৮ এপ্রিল ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply