থানার হাজত ভেঙে লৌহজংয়ে আসামির পলায়ন

মুন্সীগঞ্জের লৌহজং থানা হাজত ভেঙে ফারুখ মোড়ল (২৭) নামের এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। তিনি উপজেলার মশদগাও গ্রামের জামাল মোড়লের ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক মোড়লকে গতকাল শুক্রবার বিকেলে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে ওইদিনই মাদক আইনে একটি মামলা করা হয়। কিন্তু আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তাকে থানা হাজতে রাখা হয়। আজ শরিবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আসামি ফারুখ থানা হাজতের জরাজীর্ণ জানালার লোহার রড ভেঙে পালিয়ে যান। হাজত ভেঙে পালিয়ে যাওয়ার অপরাধে ২২৪ ধারায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।

ওসি আরো জানান, লৌহজং থানাটি সাবেক উপজেলা পরিত্যক্ত ভবনে অবস্থিত। এর দেয়ালসহ দরজা জানালা মড়িচা ধরা ও জরাজীর্ণ। এ ব্যাপারে ইতিপূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও ভবনটি এখনও মেরামতের ব্যবস্থা করা হয়নি। সময়মতো ব্যবস্থা নিতে পারলে এ দুর্ঘটনা ঘটতো না।

কালের কন্ঠ

Leave a Reply