শিলমন্দিরে মসজিদের জায়গা নিয়ে উত্তেজনা : বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জে মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। গতকাল শুক্রবার সকালে মসজিদ কমিটির ধাওয়া খেয়ে প্রতিপক্ষ সশস্ত্র প্রস্তুতি নিয়ে এলাকায় প্রবেশের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সেখানে যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকালে মসজিদ কমিটি ও এলাকার লোকজন দখল চেষ্ঠাকারীর বাড়িঘরও ভাঙচুর করেছে। এর পর থেকে প্রতিপক্ষের আব্দুস সালাস হালদার গং ফের মসজিদের জায়গায় দখল করার প্রস্তুতি নিচ্ছেন বলে মসজিদ কমিটি জানিয়েছেন। এটি মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি গ্রামের ঘটনা।

শিলমন্দি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আজিম স্বপন ও সহসভাপতি শরীফ খালাসি জানান, শিলমন্দি গ্রামের আবুল কালাম সর্দার গং মসজিদের নামে ৭ শতাংশ জমি দান করেন। এরপর হালদার বংশের আব্দুস সালাম গং মুন্সীগঞ্জ আদালতে মামলা করে হেরে যাওয়ার আশঙ্কায় আবার তা পরে সে মামলা উঠিয়ে নেয়। এতে আদালত তাদের জরিমানাও করেন। এরপর গত ১০-১৫দিন আগে হালদার গং সর্দার বংশের আবুল কালাদের জায়গায় ঘর তুলতে যায়। এতে আবুল কালামরা বাঁধা দিয়ে সে ঘর ভেঙ্গে ফেলে। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় সর্দার গংয়ের জায়গায় সালাম গং গাছ লাগায়। এ সময় ঘটনাস্থলে গিয়ে গাছ উপড়ে ফেললে সালাম গং তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে মসজিদ কমিটির এ নেতৃবৃন্দ জানান। এসব ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সালাম গংয়ের বিরুদ্ধে মামলা করতে গেলে থানার পুলিশ মামলা না নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালা করার পরামর্শ দেয় বলে তারা জানান।

তারা আরও জানান, এসব ঘটনার পর আজ শুক্রবার সকালে মসজিদের জমিতে সশস্ত্র অবস্থায় আব্দুস সালাম গং সীমানা প্রাচীর নির্মাণ করতে আসে। এ সময় মসজিদ কমিটির লোকজন বাঁধা দিলে তাদের ধাওয়া করে সালাম গং। এতে মসজিদের মাইক থেকে মাইকিং করে জমি দখলের ঘটনা প্রচার করা হলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসলে আব্দুস সালাম গং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত এলাকাবাসী সালামের বাড়িঘর ভাঙচুর করে। সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় তিনঘন্টাব্যাপী এ উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে।

এ ব্যাপারে সদর থানার এসআই নুরুল কাদির সৈকত জানান, মসজিদের জমিসংক্রান্ত বিরোধের কারনে এঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করতে আসেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply