সিরাজদিখানে ইবনেসিনা ঔষধ কম্পানির রিপ্রেজেনটিবের টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার দক্ষিন কুসুমপুর লেবুতলা নামক স্থানে গত ৩১শে মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে ইবনেসিনা ঔষুধ কোম্পানীর রিপ্রেজেনটিব মো.মাজের ইসলাম ৯৬ হাজার টাকা নিয়ে নারায়নগঞ্জ ডিপু অফিসে মটর সাইকেল যোগে যাওয়ার সময় ছিনতাই কারিরা গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় তার বাম হাতে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্বার করে সিরাজদিখান উপজেলা হাসপাতালে পাঠিয়ে দেন। এই ব্যাপারে মাজের ইসলাম বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেন। মাজের ইসলাম জানান মটর সাইকেল করে টাকা নিয়ে নারায়নগঞ্জ ডিপু অফিসের যাওয়ার সময় লেবুতলা নামকস্থানে ২টি মটর সাইকেল করে ৪জন ছিনতাইকারী সামনে দিয়ে আমাকে গতিরোধ করে সাথে থাকা ৯৬হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মটর সাইকেল নিয়ে যাওয়ার সময় দাঁড়ালো অস্র দিয়ে বাম হাতে আঘাত করে। এই সময় আত্মচিৎকার করিলে এলাকাবাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
বিক্রমপুর চিত্র
Leave a Reply