মহাখালিতে জোড় করে ফল গাছ কর্তন: মামলা

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিন মহাখালি গ্রামে জোড় করে প্রতিপক্ষের ফল গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিন মহাখালি গ্রামের মৃত্যু হাফিজদ্দিন চোকদারের ছেলে টেনু চোকদারের ৩টি আম হওয়া গাছ প্রাকাশে জোড় করে কেটে ফেলে পাশের বাড়ীর নান্নু চোকদারের গং।

এই ব্যাপারে টেনু চোকদার বাদী হয়ে ১/নান্নু চোকদার(৪৫) ২/রাহাত চোকদার(৩২) ৩/রাজিব চোকদার(২৫) কে আসামী করে মামলা দায়ের করেছন। টেনু চোকদার জানান নান্নু চোকদার দির্ঘ্য দিন যাবত আমার সাথে বিরোধ করে আসছে. কয়েকবার আমাকে হত্যার করার পরিকল্পনা করে। তাদের ভয়ে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে বসবাস করছি।

বিক্রমপুর চিত্র

Leave a Reply