খাদ্য নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

আবু হানিফ রানা: ‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবনের অঙ্গীকার’ এই শ্লোগানকে প্রতিপদ্য করে মুন্সিগঞ্জ সেবা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসে মঙ্গলবার সকালে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন, সচেতন নাগরিক কমিটি ও ক্লিনিক এন্ড ডায়গনস্টিক এসোসিয়শনের যৌথ উদ্যেগে এ্ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে সেবা ইনস্টিটিউটে এসে সমবেত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে আজিম, সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এহসানুল করিম, সেবা ইনস্টিটিউটের ইনিস্ট্রকটর মমতাজ বেগম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম, জেলা বিএমএর সভাপতি ডা. আখতার হোসেন বাপ্পী, সমাজসেবক কামরুল ইসলাম জাহাঙ্গীর, পিডব্লিউ’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম রিপন, স্বাস্থ্যকর্মী হোসনে আরা ঝুমুর, ডা. ইস্তিয়াক আলী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল-মামুন প্রমুখ।

সব খবর

Leave a Reply