সুমিত সরকার সুমন: গঙ্গা মায়ের কৃপা সাধনের লক্ষ্যে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে মঙ্গলবার দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের “গঙ্গা পূঁজা-আর্চনা চলে। পূঁজাকে ঘিরে সনাতন ও আদিবাসী সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয়েছে ধলেশ্বরীর পাড়।
সারাদিন উপোস থেকে শত শত নারী-পুরুষ এ পূঁজা আর্চনায় সামিল হন ধলেশ্বরীর পাড়ে। দিন জুড়ে গীতা পাঠ, গঙ্গা আরতি ও ভজন কীর্তনের মধ্য দিয়ে এ পূঁজা আর্চনা চলে।
দিন শেষে সন্ধ্যা মূহুর্তে প্রদ্বীপের আলো জ্বলমলে উঠে ধলেশ্বরীর পাড়। এ সময় প্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ আর্চনা। গঙ্গা পুঁজা উদযাপন কমিটির সভাপতি ভজন চন্দ্র দাস বলেন- গঙ্গা মায়ের তুষ্টি সাধান ও সকল বিপদ-আপদ থেকে মুক্তি পেতে সনাতন ধর্মালম্বীরা এ পূঁজা করে আসছে।
বিডিলাইভ
Leave a Reply