“একই বৃত্তে পঁচিশ” একটি সামাজিক সেবামুলক সংগঠন। মুন্সীগঞ্জ জেলা শহরের কিছু উদ্যমী যুবক এ সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশেষ বিশেষ দিনে এই সংগঠনটি সর্বসময় গরিব-দুখীদের পাশে রয়েছে। তেমনি আজ বর্ষ বরনের দিন সর্বসাধারণের জন্য অয়োজন করেছে ফল উৎসবের।
মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার রাংগস ভবনের সামনে সারাদিন ব্যাপি হরেক রকমের ফল নিয়ে এ উৎসবের আয়োজন করে একই বৃত্তে পঁচিশ নামের সংগঠনটি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ফল উৎসব উদ্ভোধন করে। পরে কেন্দ্রীয় আওমীলীগ উপকমিটির সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব একাত্ত প্রকাশ করে ও সংগঠনের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে।
সংগঠনের সভাপতি আব্দুল আহাদ জানান, প্রতিবছর পহেলাবৈশাখে আম, কাঁঠাল, তরমুজ, কলাসহ বিভিন্ন মৌসুমী ফল দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। সর্বস্তরের মানুষ এ অনুষ্ঠানে সমবেত হওয়াতে তৈরী হয় এক আনন্দময় পরিবেশ।
মুন্সিগঞ্জেরসময়ু
Leave a Reply