শিমুলীয়া লঞ্চ ঘাট : টিআই এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজীব হোসেন বাবু: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলীয় লঞ্চ ঘাটের নৌ-ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রিয়াদ হোসেনের বিরুদ্ধে প্রতিলঞ্চ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয় গেছে। দিনে অতিরিক্ত যাত্রীবহন করলে বা ঘাট থেকে কোন লঞ্চ ছেরে গেলে ২ থেকে ৩শ আর সন্ধ্যার পরে লঞ্চ চলাচলে দিতে হয় ৩শ থেকে ৫ শত টাকা। আর চাঁদা না দিলে লঞ্চের টাইমিং বন্ধ কারে মামলার দেয়াসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে ভয় দেখানো হয় প্রতিনিয়ত।

কাওরাকান্দি-শিমুলীয় নৌরুটে চলাচলকারী একাধিক লঞ্চ মালিক জানান, টিআই রিয়াদ হোসেন এখানে দীর্ঘদিন কর্মরত থাকায় তার বিরুদ্ধে কোন কথা বলা যায়না। যার ফলে প্রতিটা লঞ্চের থেকে প্রতিটিপে সে দিনের বেলায় আদায় করে নেয় ২০০ থেকে ৩০০ টাকা হারে । আর সন্ধ্যার পরে লঞ্চ চালাতে গেলে দিতে হয় ৩০০থেকে ৫০০ টাকা হারে । এতে করে এই অসাদু কর্মকতা প্রতিদিন কামিয়ে নিচ্ছে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা । কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এই চাঁদাবাজ টিআই রিয়াদ। আর টিআই রিয়াদের অনুপস্থিতিতে চাঁদার টাকা উঠানোর কাজটি করেন তার সহযোগি মো মোয়াজ্জেম হোসেনসহ তার নিজস্ব স্থানীয় বেশ কিছু লোকজন। এব্যাপার বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রফিক ব্যবস্থাপনা বিভাগ উর্ধ্বতন কর্মকতাদের একাধিকবার অবগত করলেও কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি।

টিআই রিয়াদের চাঁদাবাজির দৃশ্য পর্যবেক্ষণ করতে জেলার বেশকিছু গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে ফুটে উঠে রিয়াদের চাঁদাবাজির দৃশ্য। পরে সাংবাদিকরা প্রতি লঞ্চ থেকে কিসের টাকা নিচ্ছেন এমন প্রশ্ন করলে টিআই রিয়াদ সেখান থেকে কেটে পরেন । পরে তাকে একাদিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি । এব্যাপারে বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রফিক ব্যবস্থাপনা বিভাগে সর্বশেষ গত ১৯ মার্চ একটি লিখিত অভিযোগ দেয়া হলে তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা এখনো নেয়া হয়নি দাবী লঞ্চ মালিকদের। পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনার পর থেকে টিআই পদে নতুন কেউ আসতে চাচ্ছে না। এই সুযোগটি টিআই রিয়াদ একচ্ছত্রভাবে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। অচিরেই বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রফিক ব্যবস্থাপনা বিভাগের এই অসাদুকর্মকর্তাকে সরিয়ে না নিলে এর বিরুদ্ধে যে কোন ধরনের কর্মসূচি দিতে পারে লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানিয়েছে।

তবে লঞ্চ মালিকদরে কাছ থেকে টাকা নেয়ার বিষয় টি অস্বীকারর করে শিমুলীয় লঞ্চ ঘাটের নৌ-ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রিয়াদ হোসেন বলেন,্এখানে কাজ করতে গেলে নানান ধরনের জটিলতা সৃষ্টি করে হয়। তবে টাকা নেয়ার বিষয়টি মিথ্যা ও ভানোয়াট।

টাকা নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার ঘটনা স্বীকার করে বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রফিক ব্যবস্থাপনা বিভাগের মাওয়া জোন এর এ ডি খাজা সাদেকুর রহমান জানান, চাঁদাবাজির ঘটনায় লঞ্চমালিকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ পাওয়া গেছে । তাদের অভিযোগের পেক্ষিতে বিআইডাব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রফিক ব্যবস্থাপনা বিভাগে উর্ধতন কর্মকতাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তবে সর্বশেষ প্রায় ৩২ জন লঞ্চ মালিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

নিউজগার্ডেন

Leave a Reply