বালুয়াকান্দিতে বৈশাখী মেলায় প্রাধান্য বিস্তার নিয়ে সংঘর্ষ

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় বৈশাখী মেলায় জুয়া খেলার বোর্ডের দখল ও প্রাধান্য বিস্তার নিয়ে বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মেঘনা ভিলেজ রিসোট পার্ক ও স্থানীয়দের উদ্যোগে নববর্ষ উপলক্ষে ১ বৈশাখ থেকে সাতদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়। মেলা দ্বিতীয়দিনেই স্থানীয় দুটি পক্ষের মধ্যে জুয়া খেলার বোর্ড ও মেলায় প্রাধান্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় মেলায় আগত দর্শকসহ কয়েকজন আহত হয়। জখম নিয়ে বালুয়াকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে রিফাত মিয়া(১৫) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বাকীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয় হয়েছে। গজারিয়া থানার এএসআই মো: কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পৌছার আগেই বিবদমান পক্ষ দুটি সড়ে গেছে।

মেঘনা ভিলেজ রিসোটের কর্মকর্তা হাসানুর আলম মুঠোফোনে জানান, মেঘনা ভিলেজ এরিয়ার বাহিরে মেলা বসেছে সংঘর্ষে জড়িত হয়েছে বহিরাগত মাস্তান গ্রুপ। পুলিশ আসার আগেই জড়িতরা পালিয়ে গেছে। আমাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গজারিয়া আলোড়ন

One Response

Write a Comment»
  1. বছরের শুরুর দিনেই এই রকম ঘটনা নববর্ষের আনন্দেকেই প্রশ্নবিধধ করল।

Leave a Reply