ভাড়া নিয়ে বচসা : অটোরিকশা চালকের পা ও গলার রগ কর্তন

সুমিত সরকার সুমন: ভাড়া নিয়ে বচসা বাঁধলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার ধারালো অস্ত্রে এক অটোরিকশা চালকের পা ও গলার কর্তন করেছে ২ আরোহী।

অটোরিকশা চালক হিরু মিয়াকে (১৮) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

বেলা ১২ টার দিকে সদর উপজেলার বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার এসআই নুরুল কাদির সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

চালকের মা জায়েদা বেগম অভিযোগ করেন- মাহফুজ মিয়া ও দুলাল হোসেন নামে ২ আরোহীর সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি বাঁধে। আরোহীরা এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে চালক হিরুর গলা ও পায়ে আঘাত করে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, অটোরিকশা চালকের গলার ও পায়ের রগ কেটে গেছে।

বিডিলাইভ

Leave a Reply