সিরাজদিখানে সর্বত্র বিক্রি হচ্ছে নিম্নমানের আইসক্রিম

মুন্সীগঞ্জ সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে। এসব যেন দেখার কেউ নেই। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এত আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। বিশেষ করে শুিশুরা। স্যাকারিন, রঙ, দূষিত পানি, চা, পাউরুটি, নারিকেল ও দুধ মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে। গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষ না বুঝে অবুঝ ছেলেমেয়েদের এসব আইসক্রিম খাওয়ার জন্য কিনে দিচ্ছেন।

জানা যায়, নারিকেল ও দুধ এক সঙ্গে মিশ্রিত করলে তা বিষাক্ত হয়ে যায়। পচা পাউরুটিতে জীবাণু থাকে। সিরাজদিখানের স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে চলেছে। এ ব্যাপারে সচেতন অভিভাবকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়াকে জ্বালাও- পোড়াও বন্ধ করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান। পরে প্রধান অতিথি জয়ন্ত আচার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

জনতা

Leave a Reply