পূর্ব শত্রুতার জের ধরে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় এক ব্যবসায়ীর মোটরসাইকেল আগুনে ভস্মিভূত করেছে র্দুবৃত্তরা। রোববার ভোর ৪ টার দিকে ব্যবসায়ী জুবায়ের আলম খোকনের বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পাশের ঘরের লোকজন আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে মোটর বাইকটি ভস্মিভূত হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় আশপাশের ভাড়াটিয়ারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুবায়ের আলোম খোকন জানান, ব্যবসায়ীক কারণে প্রতিপক্ষের কতিপয় সন্ত্রাসী তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসেছে এবং প্রাণনাশের চেষ্টা চালায়। সন্ত্রাসী তাকে না পেয়ে তার মোটরবাইকটি জ্বালিয়ে দেয়। এতে আশপাশের ঘরবাড়িতে আগুন ধরে ব্যাপক ক্ষতি সাধন করতে পারতো।
সদর থানার ডিউটি অফিসার এস,আই সালাউদ্দিন জানান, এ ব্যপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুন্সিগঞ্জের সময়
Leave a Reply