টঙ্গীবাড়ীতে প্রতারনা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

টঙ্গীবাড়ীতে প্রতরনা মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুণী বাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পুত্র সজিব হোসেন সেখ (১৬)কে প্রথম গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে পিতা মো. এনাৎ হোসেন খোকা থানায় আসলে তাকেও আটক করে পুলিশ।

টঙ্গীবাড়ী থানা এএসআই পরিমল জানান, নাটোর জেলায় রোকেয়া বেগম নামের এক মহিলার দায়ের করা সি.আর ২০৭/১৫ মামলায় নাটোর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃতরা এলাকায় খুবই শান্ত প্রকৃতির ভদ্র মানুষ। এনাৎ হোসেন জানান আমি স্থাণীয় একটি হিমাগারে চাকুরী করি, আমি এবং আমার ছেলে জীবনে কোনদিন নাটোর যায়নাই এবং আমার সাথে কোন লোকের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে কোন বিবাদ নাই। তবে আমার চাচা মোজাফ্ফর সেখ এর সাথে জমি সক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। মোজাফ্ফর এর জামাতা আ. হালিম একজন দুষ্ট প্রকৃতির লোক। এর আগেও সে অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে। হয়তো হালিমই কারসাজি করে আমাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা কাউকে দিয়ে দেওয়াইছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply