রাস্তার পাশের ২০টি মূল্যবান গাছ কর্তন : এলাকাবাসীর ক্ষোভ

টঙ্গীবাড়ী উপজেলার বালিগাওঁ-টঙ্গীবাড়ী সংযোগ সড়কের পুড়াপাড়া নামক স্থানের সড়ক ও জনপদ বিভাগের ২০টি মূল্যবান সরকারী গাছ কেটে নিয়ে গেছে স্থাণীয় ইউপি সদস্য শাহ-আলম মেম্বার। এনিয়ে ফুসেঁ উঠেছে এলাকার লোকজন।

স্থাণীয় ব্যাক্তিরা টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর নিকট একাধিকবার এ বিষয়ে অভিযোগ করছেন। নাম প্রকাশে অনইচ্ছুক কতিপয় ব্যাক্তি জানান, শাল-আলম মেম্বার আমরা অভিযোগ করায় আমাদের হুমকী দামকী দিচ্ছে। তারা আরো জানায়, এ ব্যাপরে আমরা এলাকাবাসী সকলের স্বাক্ষর নিয়ে একটি স্মারক লিপি উদ্ধতন কতৃপক্ষের নিকট জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

জানাগেছে, স্থাণীয় ইউপি সদস্য শাহ-আলম দির্ঘদিন যাবৎ এ রাস্তার মূল্যবান গাছ কর্তন করে আসছেন । সম্প্রতি স্থাণীয় একটি মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে সে এই রাস্তার ২০টি গাছ কেটে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ২লক্ষ টাকা। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে সদ্য কাটা গাছের গোড়াগুলো দাড়িয়ে আছে। যে সমস্ত গাছগুলো কাটা হয়েছে তা এলাকায় শিশু গাছ হিসাবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এই রাস্তার কয়েকশত গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এনিয়ে টঙ্গীবাড়ী থানায় এর আগে কয়েকবার অভিযোগ হলেও সুচতুর ইউপি সদস্য আর কোনদিন গাছ কাটবে না প্রতিশ্রুতি দিয়ে রেহাই পায়।

এর আগে রাতের আধারে সে গাছ-কর্তন করলেও সম্প্রতি মাদ্রাসার ছাত্র নিয়ে মাদ্রাসায় গাছ দিচ্ছে বলে এ সমস্ত গাছ কেটে বিক্রি করছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপরে সড়ক ও জনপদ কর্মকর্তা আমিনুল হক জানান, শাহ-আলম এর বিরুদ্ধে রাস্তার গাছ কাটার একাধিক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার আমি ওই রাস্তা পরিদর্শনে গিয়ে দেখি শাহ-আলম মেম্বার মাদ্রাসার ছাত্র নিয়ে গাছ কাটছে। আমি তাকে গাছ কাটার কারন জিজ্ঞাসা করলে সে মাদ্রাসা ছাত্রদের লাড়কি নেই বলে ওই গাছ কাটা হচ্ছে বলে আমায় জানান। সে ক্ষিপ্ত হয়ে আরো জানান, এই টাউট ব্যাক্তিটির যন্ত্রনায় আমরা অতিষ্ট। এর আগেও সে অনেক গাছ কেটে নিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে সে সময়ের নির্বাহী কর্মকর্তা তাকে শেষ বারের মতো ক্ষমা করে দিতে বলে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান, কয়েকবার অভিযোগ পাওয়ার পর আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে মাদ্রাসার জন্য কয়েকটি গাছ কেটেছে স্বীকার করে আর কাটবেনা বলে আমায় প্রতিশ্রুতি দেয়।

ইউপি সদস্য শাহ-আলম এর মোবাইল একাধিকবার একাধিক নাম্বার হতে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে সে ফোন রিসিভ করে নাই।

বিক্রমপুর চিত্র

Leave a Reply